x

এইমাত্র

  •  করোনায় রেকর্ড ৩৪ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ
  •  করোনায় সারা বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ২৪৪ জন
  •  করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত ৬৫ লাখের অধিক, সুস্থ হয়েছেন ৩১ লাখেরও বেশী
  •  বাংলামোটরে বাসচাপায় প্রাণ গেল দুজনের
  •  করোনাভাইরাসঃ বাংলাদেশে আরও ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৪২৩ জনের

নতুন রূপে আসছে অমিতাভ বচ্চন

প্রকাশ : ২৩ জুন ২০১৯, ২১:০৮

সাহস ডেস্ক

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের ‘গুলাবো সিতাবো’র লুক দেখে যে কেউ চমকে উঠতে বাধ্য।

লম্বা সাদা দাড়ি-গোঁফ। সাদা ভ্রূ, প্রকাণ্ড নাক। তার ওপর হাই পাওয়ারের চশমা। কপালে বলিরেখা। মাথায় পরে থাকা ফেজ 

টুপির উপরই স্কার্ফ জড়ানো। গায়ে হালকা আকাশি রঙের কুর্তা। সব মিলিয়ে চেনাই যাচ্ছে না অমিতাভ বচ্চনকে।

জানা যায়, পরিচালকের কাছ থেকে প্রথমবার এই লুকের কথা জানার পরই উৎসাহী হয়ে ওঠেন অমিতাভ বচ্চন। এই চরিত্রে 

অভিনয় করাটা নতুন চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন তিনি।

সুজিত সরকার পরিচালিত এ সিনেমায় অমিতাভের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। সহ-প্রযোজক রনি 

লাহিড়ি ও শীল কুমার।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিগ বচ্চনের এই লুক সামনে এনেছেন চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ।

‘গুলাবো সিতাবো’র সিনেমার পটভূমি লক্ষ্ণৌ। এর দ্বিতীয় ভাগের শুটিং শুরু হবে আগামী অক্টোবরে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত