ইউনিসেফের পুরস্কার পাচ্ছেন প্রিয়াঙ্কা

প্রকাশ : ১৬ জুন ২০১৯, ২০:৩৮

সাহস ডেস্ক

ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়ে বিশ্বব্যাপী শরণার্থী শিশুদের জন্য কাজ করে চলেছেন বলিউড-হলিউড অভিনেত্রী  প্রিয়াঙ্কা চোপড়া। এবার সামাজিক ও শিশুদের নিয়ে কাজের জন্য ‘ড্যানি ক্যায় হিউমেটেরিয়ান পুরস্কার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা।

আগামী ডিসেম্বরে ইউনিসেফের আমেরিকান অংশের পক্ষ থেকে পুরস্কারটি পাবেন তিনি।

প্রিয়াঙ্কা বলেন, ‘এই পুরস্কার দেওয়ার জন্য ইউনিসেফকে ধন্যবাদ। ইউনিসেফের হয়ে যে কাজ করছি, তা আমার জীবনে সেরা পাওয়া। এখানেই শান্তি আর স্বাধীনতা খুঁজে পাই।’ 

উল্লেখ্য, ২০০৬ সাল থেকে ইউনিসেফের হয়ে কাজ শুরু করেন প্রিয়াঙ্কা। ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত তিনি কাজ করেছেন শিশুদের অধিকার নিয়ে। গত মাসেও একই কারণে ইথিওপিয়া সফরে গিয়েছিলেন ৩৬ বছর বয়সী এই তারকা।

এছাড়া নারীর ক্ষমতায়ন, পরিবেশদূষণ, লিঙ্গবৈষম্য ইত্যাদি বিষয় নিয়েও তিনি আন্তর্জাতিক মঞ্চে সক্রিয় থেকেছেন। এ ছাড়া ‘ভারত’ ছবির কাজ ছেড়ে দিলেও তিনি ‘ইজ নট ইট রোমান্টিক’ আর সোনালি বোসের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে যুক্ত হয়েছেন।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত