বাইসাইকেলে চড়ে পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন জ্যাকি চ্যান

প্রকাশ : ১৬ জুন ২০১৯, ১৬:২২

সাহস ডেস্ক

মুভিতে নয় বাস্তবেই বাইসাইকেলে চড়ে পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন নায়ক জ্যাকি চ্যান৷

ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে চার বছর আগে পৃথিবী ঘুরতে বের হন জ্যাকি চ্যান৷ দ্বিচক্রযানে এর মধ্যে অ্যামেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ৬৪টি দেশ ঘুরে শেষ করেছেন তিনি৷

৬৪ দেশ ঘুরে সম্প্রতি তিনি পৌঁছান ইসরায়েলের জেরুজালেমে৷ যেখানে তার সাক্ষাৎকার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি৷ ‘এটি একটি রোমাঞ্চকর যাত্রা,' পৃথিবী ঘুরতে বের হওয়ার উদ্দেশ্য হিসাবে বলেছেন চ্যান৷ এর মধ্যে তিনি পাড়ি দিয়েছেন ৫৪ হাজার কিলোমিটার৷

ভ্রমণের সময় কিছু কঠিন সময়ের বর্ণনাও এএফপির কাছে দেন চ্যান৷ বরফ আচ্ছাদিত পর্বতের চেয়ে পাশ দিয়ে যাওয়া ট্রাক কিংবা লরি তাকে বেশি ভীত করে বলে জানান তিনি৷

চ্যান বলছেন, আগামী তিন বছরে আরও ৩৬ দেশ ঘুরে একশ পূর্ণ করতে চান তিনি৷

এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ ঘুরে ক্ষান্ত দেওয়ার ইচ্ছা চ্যানের৷ কম সময়ে সাইকেল চালিয়ে পুরো পৃথিবী ঘোরার রেকর্ড স্কটল্যান্ডের মার্ক বিয়াউমাউন্টের৷ ২০১৭ সালে মাত্র ৭৯ দিনে পৃথিবী ভ্রমণ করেন তিনি৷

তবে ঘুরার রেকর্ডের চেয়ে পৃথিবীর সৌন্দর্য্য দেখে মুগ্ধ হওয়ার কথা বলছেন চ্যান।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত