চলে গেলেন প্রখ্যাত নাট্যকার গিরিশ কারনাড

প্রকাশ : ১০ জুন ২০১৯, ১২:৩৯

সাহস ডেস্ক

ভারতের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে আরেক নক্ষত্রের পতন। বার্ধক্যজনিত কারণে সোমবার স্থানীয় সময় সকাল সাতে ৭টায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন দক্ষিণ ভারতের বাসিন্দা গিরিশ কারনাড। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

সোমবার (১০ জুন) ব্যঙ্গালুরুর ভিতাল মাল্য রোডে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে পরিবার সূত্রের বরাত দিয়ে ভারতের গণমাধ্যম জানিয়েছে।

দীর্ঘদিন ধরেই বেশ কিছু রোগে ভুগছিলেন অভিনেতা, নির্মাতা এবং নাট্যকার গিরিশ কারনাড। অভিনেতার  মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে ভারতের চলচ্চিত্র অঙ্গনে।

গিরিশ কারনাড মূলত দক্ষিণ ভারতের ছবি তৈরি করতেন। তবে ছবি করেছেন সর্বভারতীয় বেশ কিছু ভাষাতেও। ১৯৯৮ সালে ভারতের জ্ঞানপীঠ পুরস্কারও লাভ করেন এই গুণী অভিনেতা। পান পদ্মশ্রী এবং পদ্মভূষণের মতো সেরা রাষ্ট্রীয় সম্মাননাও।

কানাড়া ভাষায় তার সেরা কিছু ছবি রয়েছে। এর মধ্যে তাব্বালিয়া নেনাদে মাগনে, উন্দানুদু কাল্লাদিলি, চেলুভি, কাদু বেং কান্নুরু হেগ্গাদিতি উল্লেখ করার মতো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত