প্রধানমন্ত্রীর গড়া বিশ্বমানের ফিল্ম আর্কাইভে পূর্ণতা পেয়েছে: তথ্যমন্ত্রী

প্রকাশ : ২১ মে ২০১৯, ১২:২৪

সাহস ডেস্ক

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার গড়া বিশ্বমানের ফিল্ম আর্কাইভে পূর্ণতা পেয়েছে। আমাদের ফিল্ম আর্কাইভ বিশ্বের শ্রেষ্ঠ আধুনিক সুবিধা সম্বলিত আর্কাইভ।’

২০ মে (সোমবার) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ‘বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২০২১ সালে অনুষ্ঠিতব্য ফিআফ কংগ্রেসের প্রস্তুতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২০২১ সালে বিশ্ব ফিল্ম আর্কাইভ কংগ্রেস আয়োজনে আমরা সম্পূর্ণ প্রস্তুত। আর্কাইভ আমাদের অতীতের সমাজ-সংস্কৃতি-ভাবনাকে ভবিষ্যতে পৌঁছে দেবার মহান কাজটি করে। আর্কাইভ তাই কালের সাক্ষী, আমাদের সিনেমাকে যুগযুগান্তরে বাঁচিয়ে রাখার মহাস্থাপনা।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘২০২১ সালে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল আন্তর্জাতিক ফেডারেশন অব ফিল্ম আর্কাইভের ৭৭তম কংগ্রেস (সম্মেলন) ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। সম্মেলনে বিশ্বের শতাধিক দেশের তিন শতাধিক অতিথি অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।’

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে তথ্যসচিব আবদুল মালেক, আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ এবং আলোচক হিসেবে চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী, ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক শচীন্দ্রনাথ হালদার সহ ফিল্ম সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাধুনিক ফিল্ম আর্কাইভ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ও ২০১৭ সালের ৩০ জুন নির্মাণ কাজ সম্পন্ন হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত