১৮ দিন পর জ্ঞান ফিরেই হৃদরোগে আক্রান্ত সুবীর নন্দী

প্রকাশ : ০৫ মে ২০১৯, ১২:২৭

সাহস ডেস্ক

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইসিইউতে চিকিৎসাধীন সংগীতশিল্পী সুবীর নন্দী টানা ১৮ দিন অজ্ঞান থাকার পর চোখ খুলেছেন গত শুক্রবার। তবে তিনি শঙ্কামুক্ত নন।

৪ মে (শনিবার) বিকেলে আবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন একুশে পদকপ্রাপ্ত এই সংগীতশিল্পী।

৫ মে (রবিবার) সিঙ্গাপুর থেকে এমন খবর জানিয়েছেন সুবীর নন্দীর মেয়ে ফাল্গুনী নন্দী।

এদিকে, সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি বাংলাদেশে সমন্বয় করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্তলাল সেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। সামন্তলাল সেন জানান, ‘সুবীর নন্দীর রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।’

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকার সময় গত ৩০ এপ্রিল সুবীর নন্দীকে সিঙ্গাপুর নেওয়া হয়। দীর্ঘদিন ধরে ফুসফুস, কিডনি ও হৃদরোগে ভুগছেন সুবীর নন্দী।

গত ১২ এপ্রিল শ্রীমঙ্গলে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সুবীর নন্দী ও তাঁর পরিবার। পয়লা বৈশাখে শ্রীমঙ্গল থেকে ঢাকা ফেরার পথে উত্তরায় কাছাকাছি আসতেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে সুবীর নন্দীর। এর পর সেখান থেকে সরাসরি সিএমএইচে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পরই তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত