কান চলচ্চিত্র উৎসবের জুরিতে ৯ সদস্য

প্রকাশ : ০১ মে ২০১৯, ১৭:১১

সাহস ডেস্ক

চার নারী ও চার পুরুষ সদস্য নিয়ে এবার তৈরি করা হয়েছে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ড। তারা একসঙ্গে উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়া চলচ্চিত্রগুলোর মধ্যে থেকে সেরা চলচ্চিত্র নির্ধারণ করবেন।

‘দ্য বার্ডম্যান’ খ্যাত পরিচালক আলেহান্দ্রো গনসালেস ইনাররিতু জুরি বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। জুরির সদস্যরা হলেন-মার্কিন অভিনেত্রী ইলি ফ্যানিং, সেনেগালিজ কমেডিয়ান মাইমুনা এন’দিআয়ে, মার্কিন স্বাধীন নারী চলচ্চিত্র নির্মাতা কেলি রাইশার্ড, ইতালিয়ান নির্মাতা ও চিত্রনাট্যকার আলিস রোহরওয়াশার, ফরাসি নির্মাতা এনকি বিলাল, রবিন কামপিল্লো, গ্রিক নির্মাতা ইয়োরগোস লানথিমোস এবং পোলিশ নির্মাতা পাউয়েল পাভলিকোভস্কি।

কান উৎসবে জুরিরা খ্যাতিমান সব নির্মাতাদের চলচ্চিত্র দেখবেন। পাশাপাশি অংশ নেওয়া চলচ্চিত্র থেকে নানা ক্যাটাগরিতে পুরস্কার নির্ধারণ করবেন।

কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭২তম এই আসর শুরু হবে ১৪ মে থেকে। ৯ দিন পর উৎসবের পর্দা নামবে ২৫ মে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত