৭২ ঘণ্টার পর্যবেক্ষণে এটিএম শামসুজ্জামান

প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৯, ১৩:৩৯

সাহস ডেস্ক

দেশ বরেণ্য কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের সফল অস্ত্রোপচার হয়েছে।

গত ২৬ এপ্রিল (শুক্রবার) দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কিংবদন্তি অভিনেতাকে রাজধানীর আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

পরে ২৭ এপ্রিল (শনিবার) তার অস্ত্রোপচার শেষে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

বার্ধক্যজনিত কারণে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন আশিঊর্ধ্ব এই অভিনেতা। অভিনেতার পরিবারের সদস্যরা জানিয়েছেন শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির নির্দেশ দেয়। দীর্ঘদিনের হজমজনিত জটিলতায় তার এ অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে অধ্যাপক ডা. রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি।

গুণী এ অভিনেতা অভিনয়ের জন্য পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক পেয়েছেন তিনি।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত