কঙ্গনার ছবি বন্ধের চিঠি

প্রকাশ : ২১ এপ্রিল ২০১৯, ১৯:০০

সাহস ডেস্ক

কঙ্গনার আরেক নামই যেন ‘বিতর্ক’। বিতর্ক কঙ্গনার পিছু ছাড়ে না, নাকি কঙ্গনাই বিতর্কের পিছু ছাড়েন না, এটা নিয়েও বলিউডে বিতর্ক রয়েছে।

সম্প্রতি মুক্তি পেয়েছে কঙ্গনা রনৌত আর রাজকুমার রাও অভিনীত ছবি ‘মেন্টাল হ্যায় কেয়া’র প্রথম পোস্টার। আর তা নিয়ে চারদিক থেকে শুরু হয়েছে বিতর্কের ঝড়।

নির্মাতাদের মতে, ‘মেন্টাল হ্যায় কেয়া’ সিনেমাটি একটি ডার্ক কমেডি। ছবির গল্প দুই মুখ্য চরিত্রের জীবনকে ঘিরে। দুটি চরিত্রের মধ্যে আত্মহত্যার প্রবণতা রয়েছে।

আইপিএস জানিয়েছে, একতা কাপুরের বালাজি মোশন পিকচার্সের ‘মেন্টাল হ্যায় কেয়া’ চলচ্চিত্রটি ‘মানসিক স্বাস্থ্যসেবা আইন ২০১৭’ লঙ্ঘন করেছে। তাই ছবিটির ছাড়পত্র দিতে হলে অবশ্যই ‘আপত্তিকর’ দৃশ্যগুলো আগে বাদ দিতে হবে।

আইপিএস যখন ছবির নানা কিছু নিয়ে আপত্তি জানাচ্ছে, তখন এই ছবির নির্মাতা ও কলাকুশলীরা বলেছেন, এখানে মানসিক রোগীদের ‘অসুস্থ’ না বরং তাঁরা ‘ভিন্ন’; এই বার্তা দেওয়া হচ্ছে। ছবিটি মানসিকভাবে যারা অসুস্থ, তাদের ‘অন্য রকম’ বলে সমাজ যেন তাঁদের স্বাভাবিকভাবে গ্রহণ করা হয়, সেটি এই ছবির মূল কথা।

ছবির নির্মাতারা জানিয়ে দিয়েছেন, এই ছবির একমাত্র উদ্দেশ্য দর্শককে বিনোদন দেওয়া। এই ছবির কোনো কিছু কারও প্রতি অসম্মান করছে না। এখানে বৈষম্যমূলক বা আপত্তিকর কিছু নেই।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত