যুক্তরাজ্যে বাংলাদেশের 'সংগ্রাম'

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৯, ১৭:৪৫

অনলাইন ডেস্ক

পাঁচ বছর পর মুক্তি পেয়েছে যুক্তরাজ্য প্রবাসী পরিচালক মুনসুর আলীর মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'সংগ্রাম'।

গত ১৯ এপ্রিল (শুক্রবার) ২৬টি প্রেক্ষাগৃহে এই চলচ্চিত্রটি মুক্তি পায়। ২০১৪ সালে ছবিটি বাংলাদেশে মুক্তি পেয়েছিল।

মুক্তি উপলক্ষে সম্প্রতি লন্ডনের টেমস নদীর তীরে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশি ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন পরিচালক মুনসুর আলী, চলচ্চিত্রটির অভিনয়শিল্পী দিলরুবা ইয়াসমিন রুহি ও আমান রেজা।

১৯৭১ সালকে ঘিরে গড়ে উঠেছে 'সংগ্রাম' চলচ্চিত্রের কাহিনী। মুসলমান যুবক করিম আর হিন্দু মেয়ে আশার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হঠাৎ যুদ্ধ শুরু হলে গণহত্যা আর গুম থেকে বাঁচার জন্য লড়াই শুরু করেন করিম। এভাবে এগিয়ে যায় গল্প।

আমান রেজা ও রুহি ছাড়াও এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউডের গুণী অভিনেতা অনুপম খের। চলচ্চিত্রটির সঙ্গীতায়োজন করেছেন ইমন সাহা।

সাহস২৪.কম/ইতু