কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের নির্মাতার ছবি

প্রকাশ : ২০ এপ্রিল ২০১৯, ১৫:১০

সাহস ডেস্ক

৭২তম কান চলচ্চিত্র উৎসবের অধীনে অনুষ্ঠিত হচ্ছে ৪র্থ সিনেমা পজিটিভ সপ্তাহ। ১৬-২৩ মে অনুষ্ঠেয় সিনেমা পজিটিভের প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পেয়েছে ফ্রান্স ও বাংলাদেশের ছবি আমীরুল আরহাম পরিচালিত ‘সোশ্যাল বিজনেস’।

কান চলচ্চিত্র উৎসবে এবার তিনটি বিভাগে ৩৫টি ছবি নির্বাচিত হয়েছে। এর মধ্যে ফিচার ফিকশনে ১৩টি, ফিচার ডকুমেন্টারি ফিল্ম বিভাগে ১০টি আর প্রথম নির্মিত ছবি ১২টি।

ফরাসি লেখক, দার্শনিক ও অর্থনীতিবিদ জ্যাক আতালি কান উৎসবের সঙ্গে সমান্তরাল করে ‘সিনেমা পজিটিভ’ আয়োজন করেন। ২৩ মে কান উৎসবের সিএনসি প্যাভিলিয়নে তিনটি বিভাগে পাঁচটি পুরস্কার দেওয়া হবে।

আমীরুল আরহাম পরিচালিত তথ্যচিত্রগুলো একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও পুরস্কৃত হয়েছে। এর মধ্যে রয়েছে ‘দ্য লস্ট সৌলস অব বাংলাদেশ’ (২০০০), ‘এ ব্যাংকার ফর দ্য পুওর’ (২০০০), ‘দ্য ডেভিল ওয়াটার’ (২০০৬), ‘শামসুর রাহমান’ (২০০৮), ‘দ্য ওয়াটার অব গোয়ালমারি’ (২০০৯) ও ‘সোশ্যাল বিজনেস’ (২০১৭)।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত