নেটফ্লিক্সে ইসপের উপদেশ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৯, ১৬:২৬

সাহস ডেস্ক

নেটফ্লিক্সে প্রচারিত ধারাবাহিক ‘লাভ, ডেথ প্লাস রোবটস’। ডেভিড ফিঞ্চার প্রযোজিত, টিম মিলার পরিচালিত ধারাবাহিকটিতে এখনকার পৃথিবী থেকে ভবিষ্যতের পৃথিবীকে দেখার অনুভূতি অনেকটা গা শিরশিরে। যেন একটা ঠান্ডা স্রোত পিঠের মাঝ দিয়ে বয়ে যায়।

১৮ পর্বের পুরো ধারাবাহিকটি অ্যানিমেশনে তৈরি। গতিময় এই অ্যান্থোলজি ধারাবাহিকের প্রতিটি পর্বে আছে অ্যাকশন ও দার্শনিকতার জমাট বুনন, আশা-নিরাশার এক কোমল-কঠিন বিতর্ক। প্রতিটি পর্বের গল্প আলাদা। প্রতিটি গল্পে ইসপের উপদেশ যেন চোরাস্রোতের মতো বয়।

অত্যাধুনিক প্রযুক্তি ও মানুষের মিথস্ক্রিয়ার এক দুর্দান্ত মিশেলে ধারাবাহিকটি সাজানো হয়েছে। ৫ থেকে ১৫ মিনিটের পর্বগুলোকে অনেকে তুলনা করছেন আশির দশকে সাড়াজাগানো অ্যান্থোলজি ধারাবাহিক হেভি মেটাল-এর সঙ্গে। প্রতিটি পর্বে আছে নিজস্ব রহস্য।

লাভ, ডেথ প্লাস রোবটসকে ৪১ হাজার আইএমডিবি ব্যবহারকারী দিয়েছেন ৮.৮ রেটিং। তাই অ্যাকশন আর দার্শনিক চিন্তায় ডুবে থাকতে চাইলে, নেটফ্লিক্সে হারিয়ে যান লাভ, ডেথ প্লাস রোবটস-এর দারুণ এক ফ্যান্টাসির জগত।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত