আজ কম্বোডিয়ায় গণহত্যা স্মরণে নির্মিত ছবির প্রদর্শনী

প্রকাশ | ১৭ এপ্রিল ২০১৯, ১৫:১৭

অনলাইন ডেস্ক

কম্বোডিয়ায় গণহত্যা স্মরণ করে আজ ১৭ এপ্রিল ‘ফার্স্ট দে কিলড মাই ফাদার’ ছবিটি বিশ্বব্যাপী প্রদর্শিত হবে। 

কম্বোডিয়ায় সংঘটিত গণহত্যা নিয়ে হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ২০১৭ সালে ‘ফার্স্ট দে কিলড মাই ফাদার’ ছবিটি বানিয়েছিলেন।

বিশ্বের সঙ্গে একাত্ম হয়ে আজ বিকেল চারটায় মুক্তিযুদ্ধ জাদুঘরেও প্রদর্শিত হবে ফার্স্ট দে কিলড মাই ফাদার। প্রদর্শনী শেষে রয়েছে উন্মুক্ত আলোচনা।

মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মসূচি সমন্বয়ক রফিকুল ইসলাম বলেন, ‘এই প্রদর্শনীর মাধ্যমে আমরাও বিশ্ববাসীর সঙ্গে গণহত্যার ইতিহাস স্মরণ করব এবং গণহত্যা প্রতিরোধে সংহতি গড়ে তুলব।’

‘ফার্স্ট দে কিলড মাই ফাদার’ চলচ্চিত্রটিতে জোলি খুবই দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন যুদ্ধের নির্মমতা। জোলি বলেন, ‘আমি শুধু যুদ্ধের দিকেই নজর দিইনি। একটি পরিবারের প্রতি ভালোবাসা ও একটি দেশের সৌন্দর্যের উপরও গুরুত্ব দিয়েছি। দেখাতে চেয়েছি আমার পালিত ছেলের কম্বোডীয় পিতা–মাতা কত কষ্টের ভেতর দিয়ে দিন কাটিয়েছিলেন।’

এর আগে ২০১১ সালে অ্যাঞ্জেলিনা জোলি বসনীয় যুদ্ধ নিয়ে তৈরি করেছিলেন ‘ইন দ্য ল্যান্ড অব ব্লাড অ্যান্ড হানি’ ছবিটি।

সাহস২৪.কম/ইতু