১৩ দিনে ‘আন্ধাধুন’ ২০০ কোটির ঘরে

প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৯, ১৬:৫৩

সাহস ডেস্ক

ভারতে ব্লকবাস্টার হওয়ার পর এবার চীনেও সুপারহিট আয়ুষ্মান খুরানা, টাবু ও রাধিকা আপ্তে অভিনীত হিন্দি ছবি ‘অন্ধধুন’। পরিচালক শ্রীরাম রাঘবনের থ্রিলার ড্রামা ছবিটি চীনের বাজারে বাজিমাত করেছে। 

গত ৩ এপ্রিলে চীনে মুক্তি পায় ‘অন্ধধুন’। এরই মধ্যে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে চীনে সর্বোচ্চ আয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে এ ছবি। মুক্তির ১৩ দিনের মাথায় এ ছবি আয় করেছে ২০০ কোটি রুপি।

শ্রীরাম রাঘবনের ‘অন্ধধুন’-এ আয়ুষ্মান খুরানাকে পিয়ানোবাদকের ভূমিকায় দেখা যায়, যিনি অন্ধ হওয়ার অভিনয় করতেন। ভারতের পর চীনেও ব্যবসাসফল হলো। এ ছবি প্রযোজনা করেছে ভায়াকম এইটটিন মোশন পিকচারস ও ম্যাচবক্স পিকচারস, চীনে ‘পিয়ানো প্লেয়ার’ নামে মুক্তি দেওয়া হয়।

শ্রীরাম রাঘবন এর আগে ‘এক হাসিনা থি’, ‘বদলাপুর’ ও ‘জনি গাদ্দার’র মতো থ্রিলার সিনেমা নির্মাণ করেছেন। ‘অন্ধধুন’ ভারতেও ভালো আয় করেছে।

আয়ুষ্মান খুরানাকে আগামীতে ‘ড্রিম গার্ল’ সিনেমায় দেখা যাবে। এতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন নুসরাত ভারুচা।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত