এবির সাথে ‘এলআরবি’ অধ্যায়ের ইতি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৯, ১৫:৪৯

সাহস ডেস্ক

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘এলআরবি’। শুধু দেশেই নয় বিদেশেও রয়েছে দলটির তুমুল জনপ্রিয়তা। কিংবদন্তি গিটার বাদক ও ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর থেমে গেলে ‘এলআরবি’র পথ চলা।

আইয়ুব বাচ্চুর হাত ধরে সৃষ্টি হওয়া ‌লাভ রানস ব্লাইন্ড বা ‘এলআরবি’ পেরিয়ে এসেছে ২৮টি বছর। ব্যান্ডদলটি এ বছরের চলতি মাসের ৫ তারিখ আনুষ্ঠানিকভাবে পুনর্গঠিত হয়।

‘এলআরবি’র অন্যান্য সদস্যদের উপস্থিতিতেই সংগীতশিল্পী বালামকে দলের নতুন ভোকাল হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। ‘এলআরবি’র হাল ধরলেন বালাম। অনলাইন-অফলাইন দুই মাধ্যমেই আলোচিত-সমালোচিত হয় বিষয়টি। কারণ ‘এলআরবি’র শ্রোতারা আইয়ুব বাচ্চুর জায়গায় বালামকে নিতে পারেনি।

‘এলআরবি’র প্রধান প্রয়াত আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যরা জানিয়েছেন, ‘এলআরবি নামটি আর কেউ ব্যবহার করতে পারবে না।’ তাই দলের ম্যানেজার শামীম আহমেদ বালামকে নিয়েই নতুন নামে ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’ দিয়ে নতুন করে যাত্রা শুরু করলেন।

শামীম আহমেদ বলেন, এলআরবি নাম ব্যবহার করতে নিষেধ থাকলেও ‘বালাম অ্যান্ড দ্য লিগেসি’ গাইবে ‘এলআরবি’র গান।  ব্যান্ডের শুধু নামটাই পরিবর্তন হচ্ছে। আর কিছুই না। আমরা স্টেজে ‘এলআরবি’র সব গানই গাইতে পারব।

আইয়ুব বাচ্চু পরিবারে সদস্যদের অনুরোধের প্রতি সম্মান জানাতেই এলআরবি নামটি পরিবর্তন করে ‘বালাম অ্যান্ড দ্য লিগেসি’ রাখা হচ্ছে। তিনি (আইয়ুব বাচ্চু) প্রায়ই বলতেন, ‘দ্য শো মাস্ট গো অন’। তাই আমরা জোর দিয়ে বলছি, ‘বালাম অ্যান্ড দ্য লিগেসি মাস্ট গো অন’।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত