বাংলাদেশের ৫ ছবি সার্ক চলচ্চিত্র উৎসব

প্রকাশ : ১৪ এপ্রিল ২০১৯, ১৭:০০

সাহস ডেস্ক

শ্রীলঙ্কার নবম সার্ক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের পাঁচ চলচ্চিত্র।

সার্ক কালচারাল সেন্টারের পক্ষ  থেকে জানানো হয়, ৭ থেকে ১২ই মে দেশটির রাজধানী কলম্বোয় ন্যাশনাল ফিল্ম করপোরেশনের দি সিনেমা হলে সার্কভুক্ত দেশগুলোর ৫টি করে চলচ্চিত্র প্রদর্শিত হবে।

বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই চলচ্চিত্রগুলো মনোনীত হয়েছে। প্রতিযোগিতা ছাড়া মাস্টার বিভাগে প্রদর্শিত হবে নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘আলফা’। 

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতা করবে তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ ও নুর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’। স্বল্পদৈর্ঘ্য বিভাগে প্রতিযোগিতা করবে নোমান রবিনের ‘কোয়ার্টার মাইল কান্ট্রি’ এবং চৈতালী সমাদ্দার ও সাইফুল আকবর খান পরিচালিত ‘সি ইউ’।

সার্ক কালচারাল সেন্টার থেকে সংবাদটি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশি পরামর্শক ও পরিবেশক মনজুরুল ইসলাম মেঘ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত