x

এইমাত্র

  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ২৬৮৬ জন, মৃত ৩০ জন
  •  সাহেদকে ‘সমাজসেবক’ ভাবতেন স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা!
  •  মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ৫ লাখ ৬৩ হাজার, আক্রান্ত ১ কোটি ২৬ লাখেরও বেশি
  •  মায়ের কবরেই সমাহিত হলেন সাহারা খাতুন

'দ্য ডেড ডোন্ট ডাই' দিয়ে উদ্বোধনী

প্রকাশ : ১২ এপ্রিল ২০১৯, ১৩:৫০

সাহস ডেস্ক

আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের ৭২তম আসরের উদ্বোধনী দিনের জন্য নির্বাচিত হয়েছে 'দ্য ডেড ডোন্ট ডাই' ছবিটি। 

আগামী ১৪ মে কানের পালে দে ফেস্টিভ্যালের গ্র্যারাড থিয়েটার লুমিয়েরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে 'দ্য ডেড ডোন্ট ডাই' ছবির। এদিন ফ্রান্স, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহেও ছবিটি মুক্তি দেওয়া হবে।

'নাইট অন আর্থ', 'ডেড ম্যান', 'ঘোস্ট ডগ :দ্য ওয়ে অব দ্য সামুরাই', 'অনলি লাভারস লেফট অ্যালিভ'সহ দর্শক সাড়াজাগানো একাধিক ছবির নির্মাতা জিম জারমাশের ১৩তম ছবি 'দ্য ডেড ডোন্ট ডাই'।

সেন্টারভিল নামে ছোট এক শহরে ঘটে যাওয়া নানা ভুতুড়ে ঘটনা নিয়ে ছবির কাহিনী। যে শহরে দিনের আলো থাকে স্বল্প সময়ের জন্য, রাতে চাঁদ কখনও বড় হতে থাকে, প্রাণীর আচরণ হয়ে পড়ে অস্বাভাবিক। যে কারণে বেঁচে থাকার লড়াইয়ে নামতে বাধ্য হন শহরের বাসিন্দারা।

এমনই গল্প নিয়ে নির্মিত 'দ্য ডেড ডোন্ট ডাই' ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিল মারে, সেলেনা গোমেজ, টিল্ডা সুইনটন, অ্যাডাম ড্রাইভার, লুকা সাবাত, স্টিভ বুসেমি, ক্লোয়ি সেভিনি, ড্যানি গ্রোভার প্রমুখ।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত