x

এইমাত্র

  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ২৬৫৪ জন, মৃত ৩৩ জন
  •  মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ৭ লাখ ১১ হাজার, আক্রান্ত ১ কোটি ৮৯ লাখেরও বেশি

প্রিন্সেস ডায়ানার চরিত্রে এমা কোরিন

প্রকাশ : ১২ এপ্রিল ২০১৯, ১৩:৪৩

সাহস ডেস্ক

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘দ্য ক্রাউন’ এর চতুর্থ সিজনে প্রিন্সেস ডায়ানার চরিত্রে অভিনয় করবেন নবাগতা ব্রিটিশ অভিনেত্রী এমা কোরিন।

বছরের শেষ দিকে সিরিজটির শুটিং শুরু হবে বলে নেটফ্লিক্স কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেন।

ব্রিটিশ রাজবধূ ডায়ানা চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত এমা। তিনি বলেন, ‘প্রিন্সেস ডায়ানা একজন আইকন। গোটা বিশ্বে তার প্রভাব এখনও গভীরভাবে অনুকরণীয় হয়ে আছে।’

এর আগে টেলিভিশনের পর্দায় দেখা গেলেও খুব শিগগিরই ‘মিসবিহেভিয়ার’ নামে একটি ঐতিহাসিক সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে এমার।

নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ‘দ্য ক্রাউন’ এর তৃতীয় সিজনের প্রচার শুরু হবে ২০১৯ সালের শেষ দিকে । এই সিজনে ১৯৬৪- ১৯৭০ এর সময়ে ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথের কাহিনী প্রাধান্য পাবে।

‘দ্য ক্রাউন’ সিরিজে সর্বশেষ অভিনেত্রী হিসেবে যুক্ত হচ্ছেন এমা। জনপ্রিয় এই সিরিজ ব্রিটিশ রাজ পরিবারের কাহিনী নিয়ে নির্মিত হওয়ায় দুই সিজন পর চরিত্রগুলোও বদলে যায়। 

নেটফ্লিক্সের প্রধান টেড সেরাডন এর আগে জানিয়েছিলেন রাণী দ্বিতীয় এলিজাবেথের জীবন নিয়ে তাদের ছয়টি পর্ব করার পরিকল্পনা রয়েছে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত