শাহনাজ রহমত উল্লাহর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশ : ২৪ মার্চ ২০১৯, ১৭:২৮

সাহস ডেস্ক

সংগীত শিল্পী শাহনাজ রহমত উল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সরকারপ্রধান প্রয়াত এ শিল্পীর আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শনিবার রাত সাড়ে ১১টায় বারিধারায় নিজের বাসায় মারা যান শাহনাজ রহমত উল্লাহ। ৬৭ বছর বয়সী এই শিল্পী বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

‘এক নদী রক্ত পেরিয়ে’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘একতারা তুই দেশের কথা বলরে, এবার বল’, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’সহ বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

শাহনাজ রহমত উল্লাহর জন্ম ১৯৫২ সালের ২ জানুয়ারি, ঢাকায়। তার ভাই প্রয়াত আনোয়ার পারভেজ ছিলেন প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক। আরেক ভাই জাফর ইকবাল ছিলেন জনপ্রিয় নায়ক।

একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী শাহনাজ রহমত উল্লাহ বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। ৫০ বছরের সংগীত জীবনে তার চারটি অ্যালবাম প্রকাশিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত