ক্যানসারের ঝুঁকি তারবিহীন হেডফোনে

প্রকাশ : ২২ মার্চ ২০১৯, ১৬:০৭

সাহস ডেস্ক

ওয়্যারলেস হেডফোনের ব্যবহারে ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। অ্যাপল এয়ারপডের মতো যত দামি অয়্যারলেস হেডফোনই ব্যবহার করেন না কেন, আপনি থাকতে পারেন এই ঝুঁকির আওতায়।

গত সপ্তাহে মিডিয়াম ডটকমে প্রকাশিত একটি প্রতিবেদন এয়ারপড ও অন্যান্য ব্লুটুথ হেডফোনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রতিবেদনটিতে কলোরাডো স্প্রিংসে অবস্থিত ইউনিভার্সিটি অব কলোরাডোর প্রাণরসায়নের অধ্যাপক জেরি ফিলিপস ব্লুটুথ হেডফোন সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, আমরা অয়্যারলেস হেডফোনকে যতটা নিরাপদ ভাবি আসলে তা নয়। ইয়ার ক্যানেল বা কানপথে এসব ওয়্যারলেস হেডফোন স্থাপনে মাথার টিস্যুতে তুলনামূলক উচ্চ মাত্রার রেডিওফ্রিকোয়েন্সি রেডিয়েশন এঙপোজ হয়।

প্রতিবেদনটিতে উল্লেখ রয়েছে যে, ব্লুটুথ ডিভাইসের জন্য নির্দেশিকা ও নিয়ন্ত্রণ নীতিমালা জোরদার করার লক্ষ্যে জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে একটি পিটিশন পেশ করা হয়েছে। ডকুমেন্টটিতে ৪০টিরও বেশি দেশের ২৫০ জন গবেষক স্বাক্ষর করেছেন তারা সতর্ক করেছেন যে কিছু ডিভাইসের ব্যবহার ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত