চলে যাওয়ার তিন বছর

প্রকাশ : ২০ মার্চ ২০১৯, ১৭:২৮

সাহস ডেস্ক

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পারভীন সুলতানা দিতি ২০১৬ সালের ক্যানসারের সঙ্গে লড়াই করে দিতি পাড়ি দিয়েছিলেন না ফেরার দেশে। তার মৃত্যুতে সৃষ্ট শূন্যতা আজও হাহাকারের জন্ম দেয় চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে।

২০ মার্চ (বুধবার) অভিনেত্রী পারভীন সুলতানা দিতির তৃতীয় মৃত্যুবার্ষিকী।

১৯৬৫ সালের ৩১শে মার্চ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দিতির জন্ম। ১৯৮৪ সালে প্রথমবারের মতো এফডিসি নতুন মুখের কার্যক্রম চালু করে। এই আসরে অংশ নিয়ে বিজয়ী হন দিতি। দিতি অভিনীত প্রথম ছবি প্রয়াত উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। 

সিনেমার পাশাপাশি টিভি নাটকেও অভিনয় করেছেন দিতি। নাটক পরিচালনাও করেছেন। এ ছাড়া রান্নাবিষয়ক অনুষ্ঠানও উপস্থাপনা করেছেন। অভিনয়ের বাইরে মাঝে-মধ্যে গান গাইতেও দেখা গেছে তাকে। প্রকাশিত হয়েছে তার একক গানের অ্যালবামও। বিজ্ঞাপনচিত্রে মডেলও হন তিনি।

দিতি রেখে গেছেন দুটি সন্তান। ১৯৮৭ সালে জন্ম নেয় মেয়ে লামিয়া চৌধুরী আর ১৯৮৯ সালে জন্ম নেয় ছেলে দীপ্ত। দুজনেই দেশের বাইরে পড়াশোনা শেষ করেছেন। 

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত