সিলভার স্ক্রিনে ‘ওয়ান্ডার পার্ক’

প্রকাশ : ১৫ মার্চ ২০১৯, ১৬:৩১

সাহস ডেস্ক

ডেভিড ফেইসের পরিচালিত থ্রিডি অ্যানিমেশন ছবি ‘ওয়ান্ডার পার্ক’। ওয়ান্ডার পার্কে রয়েছে মজার মজার সব এক্সাইটিং রাইড। 

আজ শুক্রবার (১৫ মার্চ) সিলভার স্ক্রিন সিনেপেস্নক্সে ছবিটি মুক্তি পাচ্ছে।

তবে এটির অবস্থান ছোট্ট জুনের কল্পনায়। মায়ের সাহায্যে নিজের বাড়িতেই এই পার্ক নির্মাণের চেষ্টা করে। যদিও শেষ অবধি সব পরিশ্রমই যায় বিফলে। বয়স বাড়ার সাথে সাথে একসময় ছেলেবেলার প্রখর কল্পনাশক্তির ক্ষমতা হারিয়ে ফেলে জুন। তবে হঠাৎ এক জঙ্গলে হারিয়ে গেলে নিজেকে সে খুঁজে পায় ওয়ান্ডার ল্যান্ডে। ছেলেবেলার জগৎকে এভাবে বাস্তাবে দেখে জুন ফিরে পায় তার সেই হারিয়ে যাওয়া কল্পজগৎও। 

এমন গল্পেই এগিয়েছে চলচ্চিত্র ওয়ান্ডার পার্ক। এছাড়া থাকছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সুপারহিরো চলচ্চিত্র ক্যাপ্টেন মার্ভেল, তৌকীর আহমেদের পরিচালনায় ভাষা আন্দোলন নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’ এবং তাহসান ও শ্রাবনত্মী অভিনীত ‘যদি একদিন’।

সিলভার স্ক্রিন সিনেপেস্নক্স নগরীর ষোলশহর এলাকা ফিনলে স্কয়ার শপিং মলের ৭ম তলায় অবস্থিত। টিকেট এবং প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ : ০১৭০১-৪৪৯৯৫৫।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত