বায়ান্নর ভাষা আন্দোলনের কথা ‘ফাগুন হাওয়ায়’

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৪

সাহস ডেস্ক

২০১৮ সালের  ‘পোড়ামন ট’ ছবির মাধ্যমে নায়ক হিসেবে অভিষেক হয় সিয়ামের। একই বছর মুক্তি পায় ‘দহন’ নামের আরও একটি ছবি। সম্প্রতি মুক্তি পেলো তার অভিনীত ‘ফাগুন হাওয়ায়’।

বায়ান্নর ভাষা আন্দোলনের পটভূমিতে ‘ফাগুন হাওয়ায়’ নির্মাণ করা হয়েছে। আগের ছবির সঙ্গে এ ছবিতে সিয়ামের কোনো মিল নেই। বঙ্গভবনেও ছবিটি প্রদর্শিত হয়েছে। সেখানে আমাদের মহামান্য রাষ্ট্রপতি ছবি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন। সেখানে যারা ছবিটি দেখেছেন তারা সবাই ছবিটি নিয়ে প্রশংসা করেছেন। 

সিয়াম বলেন, ‘এটি বাংলাদেশের ছবি। ৭১ নিয়ে যতটা ছবি হয়েছে ততটা হয়নি বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে। ছবিটিতে প্রচুর পরিমাণে হিউমার আছে। এখানে দুই-আড়াই ঘণ্টা বসে থেকে বিরক্ত হওয়ার মতো কোনো জায়গা নেই। আমরা এখানে মেসেজ দেওয়ার চষ্টা করেছি। এই ছবির মাধ্যমেই আমরা ভাষা আন্দোলনের ওপর পূর্ণাঙ্গ একটা ফিল্ম পেলাম। বড় বড় তারকারা এতে অভিনয় করেছেন। মোটকথা ৫২র প্রেক্ষাপটের ছবি হলেও একটি ছবিতে দর্শকদের বিনোদিত করার জন্য যা যা থাকা দরকার তার সবই এতে পাবেন।’

তিনি বলেন, ‘এই ছবির বেলায় কোন বিভাজন নেই। সকল শ্রেণীর সকাল মানুষের ছবি এটি। তাই সবাই ছবিটি হলে গিয়ে দেখে আসুন। বাবা-মায়েদের আহবান করবো আপনারা আপনাদের সন্তানকে নিয়ে ছবিটি দেখে আসুন। আমার সন্তান থাকলে আমিও ছবিটি দেখাতে নিয়ে যেতাম। সেটা এ ছবিতে অভিনয় করেছি বলে না। আমাদের ভাষার প্রতি ভালোবাসা আরও দৃঢ় করার জন্য।’

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত