সিনেমার প্রয়োজনে সনি সিনেমা হল বন্ধ করেছি: মোহাম্মদ হোসেন

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৬

সাহস ডেস্ক

‘মিরপুরে সনি সিনেমা হল নির্মাণ করেছিলাম বহু আগে। যুগের সঙ্গে তাল মিলিয়ে সিনেমা ও সিনেমা হল পরিবর্তন করার সময় হয়েছে। এক হাজার ২০০ দর্শক এখন আর একসঙ্গে সিনেমা দেখতে আসেন না। আমি শুধু সিনেমা হলের মালিক নই। আমি একজন প্রযোজক। সিনেমার প্রয়োজনে আমি সনি সিনেমা হল বন্ধ করেছি। এখন এখানে থাকবে তিনটি সিনেপ্লেক্স’- বলেছেন সনি সিনেমা হলের কর্ণধার ও প্রযোজক মোহাম্মদ হোসেন।

মিরপুরে সনি সিনেমা হল ভেঙে সেখানে বড় শপিংমল করেছেন মোহাম্মদ হোসেন। শপিংমলে তিনটি সিনেপ্লেক্সও করছেন তিনি। মোহাম্মদ হোসেন বলেন, ‘সনি সিনেমা হলটি ভেঙে সেখানে সনি স্কয়ার নামে আধুনিক মার্কেট ভবন নির্মাণ করেছি। যেহেতু আমি সিনেমার মানুষ, তাই শপিংমলে তিনটি সিনেপ্লেক্সের জায়গা রেখেছি। আশা করছি, এখন থেকে আরো আনন্দ নিয়ে দর্শক ছবি দেখতে পাবেন। গতকাল স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে আমার চুক্তি স্বাক্ষর হয়েছে। আগামী ১৫ বছরের জন্য স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আমার তিনটি সিনেপ্লেক্স ভাড়া নিয়েছে।’

মোহাম্মদ হোসেন আরো বলেন, ‘এখন মানুষ শপিং করবে, খাবার খাবে, সুন্দর পরিচ্ছন্ন পরিবেশে সিনেমাও দেখবে। কারণ, শুধু সিনেমা দেখতে আসেন এমন লোকের সংখ্যা কম। আমি মনে করি, মিরপুরবাসীর জন্য এটা খুশির খবর।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত