‘হ্যাশট্যাগ মি টু’

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৭

অনলাইন ডেস্ক

দীর্ঘদিন বিরতির পর আবার একটি এফএমের আরজে হচ্ছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। অনুষ্ঠানের নাম ‘হ্যাশট্যাগ মি টু’। এর আগেও রেডিওতে ‘বন্ধুত্বের বুধবার’ নামে একটি অনুষ্ঠানে আরজে হিসেবে কথা বলতেন তিনি। 

‘হ্যাশট্যাগ মি টু’ প্রযোজনা, পরিকল্পনা করছেন আরজে রাসেল। সমাজের সব বয়সের ছেলেমেয়েদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে, যা কাউকে বলতে পারে না। তাদের নিয়েই এই অনুষ্ঠান। অনুষ্ঠানে তাদের জন্য একটা দিকনির্দেশনাও থাকবে বলে জানান ফারিয়া।

ফারিয়া বলেন, ‘একসঙ্গে অডিও–ভিডিওতে ধারণ হবে অনুষ্ঠানটি। এফএম ছাড়াও ইউটিউব চ্যানেল ও টেলিভিশনেও প্রচারের কথা আছে। যাঁরা অনুষ্ঠানে তাঁদের গল্প বলতে আসবেন, তাঁদের নাম–পরিচয় গোপন থাকবে। ভিডিওতেও তাঁদের চেহারা দেখানো হবে না।’

আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে সরাসরি সম্প্রচারিত হবে ৫২ পর্বের অনুষ্ঠানটি। অনুষ্ঠানে দেশের বাইরের প্রবাসীরাও অডিও ও ভিডিও কনফারেন্স নিতে পারবে।

সাহস২৪.কম/ইতু