৫০ প্রেক্ষাগৃহে আসছে ‘ফাগুন হাওয়ায়’

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৬

সাহস ডেস্ক

তৌকীর আহমেদ পরিচালিত ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি মুক্তি পাচ্ছে ১৫ ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে এর আগে এইভাবে কোনো ছবি তৈরি হয়নি।

গত ৩ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যায় ইস্কাটনের সেন্সরবোর্ড কার্যালয়ে ফাগুন হাওয়ায় ছবিটি দেখেছেন বোর্ড সদস্যরা। সবাই ছবিটির ভাবনা ও নির্মাণের প্রশংসা করেন। আর তাই, বিনা কর্তনে ছাড়পত্র দিতে সম্মত হন তাঁরা।

পরিবেশন প্রতিষ্ঠানের কর্ণধার জাহিদ অভি বলেন, ‘এখন পর্যন্ত ৫০ প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শনের ব্যাপারে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এসবের মধ্যে দেশের বড় এবং নামীদামি সব প্রেক্ষাগৃহও আছে। ছবিটি নিয়ে প্রেক্ষাগৃহ মালিকদের আগ্রহ আমাদের মুগ্ধ করেছে।’

ফাগুন হাওয়ায় ছবিটি ৮ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পরে পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান সিদ্ধান্ত বদল করে। ছবিটি মুক্তি পাবে ১৫ ফেব্রুয়ারি। এই ছবিতে অভিনয় করেছেন তিশা, সিয়াম, আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, বলিউডের অভিনেতা যশপাল শর্মা প্রমুখ।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ফাগুন হাওয়ায় সিনেমা। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মস। পরিবেশনার দায়িত্বে আছে দি অভি কথাচিত্র। 

ফাগুন হাওয়ায় ছবির ট্রেলার প্রকাশিত হয় গত ২০ জানুয়ারি। এর ঠিক ১০ দিন পর প্রকাশিত হবে ছবির নতুন গান। গানটির শিরোনাম ‘আমি বারবার হাজারবার’।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত