সীমান্ত সম্ভারে নতুন ‘স্টার সিনেপ্লেক্স’

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৯, ১২:৫৮

সাহস ডেস্ক

রাজধানীতে চালু হতে যাচ্ছে মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা।

আগামী ২৬ জানুয়ারি (শনিবার) জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন সিনেপ্লেক্সের যাত্রা শুরু করতে যাচ্ছে স্টার ‘সিনেপ্লেক্স’ কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল ও শোবিজ তারকাসহ দেশ বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব।

সীমান্ত সম্ভারের দশম তলায় নির্মিত নতুন এ সিনেপ্লেক্সে রয়েছে তিনটি হল। আর্ন্তজাতিক মানসম্পন্ন নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত অ্যাটমস ডলবি সাউন্ড সিস্টেম, সিলভার স্ক্রিনসহ একটি পূর্ণাঙ্গ মাল্টিপ্লেক্সের সব ধরণের সুবিধাও রয়েছে।

স্টার সিনেপ্লেক্স সূত্রে জানা যায়, রাজধানীর ধানমন্ডি, জিগাতলাসহ আশে-পাশের এলাকার দর্শকদের কথা চিন্তা করে অনেকদিন থেকেই এখানে হল নির্মাণের পরিকল্পনা করছিল স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এবার সেই পরিকল্পনার বাস্তবায়ন হতে যাচ্ছে।

মাহবুব রহমান রুহেল বলেন, ‘আমরা রাজধানীর সীমান্ত সম্ভারে নতুন মাল্টিপ্লেক্স সিনেমা হল চালু করতে যাচ্ছি। এর মধ্য দিয়ে দ্বিতীয় স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরু হচ্ছে। যা আমাদের পথচলায় নতুন মাত্রা যোগ করছে।’

তিনি আরও জানান, ‘২০১৯ সালের মধ্যে ঢাকার উত্তরা, পূর্বাচলসহ বিভিন্ন স্থানে আরও ২০টির মতো হল নির্মাণ এবং পর্যায়ক্রমে দেশব্যাপী ১০০টি হল নির্মাণের পরিকল্পনা নিয়েছেন।’

দেশের সিনেমাপ্রেমী দর্শকদের বিশ্বমানের প্রেক্ষাগৃহ উপহার দেয়ার লক্ষ্যে ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে ‘স্টার সিনেপ্লেক্স’। হলিউডের নতুন নতুন সব ছবির পাশাপাশি সুস্থধারার দেশীয় ছবিও নিয়মিতভাবে প্রদর্শিত হচ্ছে এখানে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত