বুদ্ধিজীবী কবরস্থানে দাফন হবে বুলবুলের

প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৯, ১৩:৩৬

সাহস ডেস্ক

প্রখ্যাত গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলকে বুধবার (২৩ জানুয়ারি) মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে। ছেলে সামীর আহমেদের ইচ্ছার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) আহমেদ ইমতিয়াজ বুলবুলের বাসায় সাংবাদিকদের এমন তথ্য দেন প্রখ্যাত গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী।

তিনি জানান, জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বুলবুলের মরদেহ রাখা হবে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হবে।

সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। এফডিসিতে দ্বিতীয় জানাজা শেষে কিংবদন্তি এই সঙ্গীতজ্ঞকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত করা হবে।

আহমেদ ইমতিয়াজ বুলবুল দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত বছরের মাঝামাঝি তার হার্টে আটটি ব্লক ধরা পড়ে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেন। তখন তার হার্টে দুটি রিং পরানো হয়। এরপর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত