শেষ শ্রদ্ধা জানাতে বুধবার শহীদ মিনারে নেওয়া হবে মরদেহ

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ১১:০৯ | আপডেট: ২২ জানুয়ারি ২০১৯, ১৩:৫৩

অনলাইন ডেস্ক

প্রখ্যাত সংগীত পরিচালক, গীতিকার, সুরকার ও বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ আগামীকাল (২৩ জানুয়ারি) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। এটি বেলা সাড়ে ১২টা পর্যন্ত সেখানে রাখা হবে। সর্বস্তরের মানুষ এখানে তাকে চিরবিদায় জানাতে পারবেন। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘তার এক বোন দেশের বাইরে আছেন। তিনি হয়তো বিকালের মধ্যে ফিরবেন। এরপর আগামীকাল সকালে শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাকে দাফনের ব্যবস্থা করা হবে। আহমেদ ইমতিয়াজ বুলবুল একজন মুক্তিযোদ্ধা। তার কবরের স্থানটির বিষয়ে সরকার নির্দেশনা দেবে। আমরা চাইছি, তাকে যেন মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা যায়।’

আহমেদ ইমতিয়াজ বুলবুলের পরিবারের সদস্যদের বিষয়ে সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী বলেন, ‘বুলবুল ভাইয়ের এক ছেলে। সে ছোট। তার দুই বোন। একজন কলকাতা গেছেন। তার আজ (২২ জানুয়ারি) ফেরার কথা। তিনি এলেই দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে। আজ মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালের মর্গে রাখা হবে শিল্পী বুলবুলের মরদেহ।’

এদিকে আজ (২২ জানুয়ারি) সকালে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুর ছড়িয়ে পড়লে তার ছেলে সামির আহমেদের মোবাইল নম্বরে ফোন দেওয়া হয়। তখন তা রিসিভ করেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। তিনি বলেন, ‌‘ভোর ৪টার দিকে তিনি মারা গেছেন। তার পালস্ পাওয়া না যাওয়ায় দ্রুত তাকে মহাখালীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে (আয়েশা মেমোরিয়াল) নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর তার মরদেহ বাসায় নিয়ে আসা হয়।’

আহমেদ ইমতিয়াজ বুলবুল দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত বছরের মাঝামাঝি তার হার্টে আটটি ব্লক ধরা পড়ে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেন। তখন তার হার্টে দুটি রিং পরানো হয়। এরপর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেন তিনি।