উড়াল ডিঙা (ভিডিও)

প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৯, ১৩:০০

‘উড়াল ডিঙা ভাসাও রে মন প্রেমের যমুনায়’। গান সব সময় মনের কথা বলে যায় কোন না কোন ভাবে। আমাদের কর্ম ব্যস্ততার মধ্যে সামান্য প্রশান্তির ছোয়া এনে দিতে পারে এই গানটি।

রাজশাহী নাট্যকলা ও সংগীত বিভাগের কয়েকজন শিল্পপাগল মানুষের অনুপ্রেরণা ফুটে উঠেছে এই গানে। বর্তমান সময়ে রিমেক্স, হেবি মিউজিকের প্রভাবে যখন দম নেবার ফুরসত নাই তখন হয়তো এই প্রচেষ্টা মনে কিছুটা প্রশান্তি দিবে। এই গানের হয়তো শ্রোতা পাওয়া যাবে না। কোটি কোটি ভিউ হবে না।

তবুও প্রাণ ভরে অভিনন্দন জানাই আমার প্রিয় শিক্ষক হাবিব জাকারিয়া উল্লাহ স্যারকে যিনি এই গানের গীতিকার। সুর ও সংগীত করেছেন এস আলী সোহেল এবং কণ্ঠ দিয়েছেন মোমিন বিশ্বাস এদেরকেও প্রাণ ভরা অভিনন্দন। সাথে কে ডি মৃদুল ও রুহুল আমীন এই দুই পাগলবৃন্দকেও।

স্বপ্ন সবাই দেখে। স্বপ্নদেখা চোখ ঘুমাতে পারেনা। স্বপ্ন পুরণ করার চেষ্টার বহিপ্রকাশ সবাই করতে পারেনা। যারা করতে পারে তাদের স্বপ্নপাগল বলে। যাদের পাগলামীর ফসল ‘উড়াল ডিঙা’।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছাত্র-ছাত্রীদের একের পর এক প্রতিভা সত্যই হতাসা দুর করে দিবে অনেকের। শুভকামনা সকলের জন্য।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত