ক্যান্সার আক্রান্ত রাকেশ রোশন

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৯, ১৩:৩১

সাহস ডেস্ক

বলিউড নির্মাতা ও অভিনেতা রাকেশ রোশন ক্যান্সারে আক্রান্ত। তার গলায় প্রাথমিক অবস্থাতে ক্যান্সার ধরা পড়াতে অস্ত্রোপচার করা হচ্ছে।

গলায় অস্ত্রোপচার করার আগে সকাল তিনি জিমে যান। ছেলে হৃতিক রোশনের সঙ্গে অনেকটা সময় ব্যায়াম করেছেন। পরে হাসপাতালে অস্ত্রোপচারের আগে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছেন।

গতকাল মঙ্গলবার (০৮ জানুয়ারি) জিমে বাবা রাকেশ রোশনের সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন হৃতিক রোশন। একই সঙ্গে বাবার অসুস্থতার খবর জানিয়ে তিনি লিখেছেন, ‘বাবার গলায় অস্ত্রোপচার হয়েছে। কিন্তু তার আগে তিনি জিমে যেতে ভোলেননি। বাবার যথেষ্ট মনোবল রয়েছে।’ 

হৃতিক রোশন আরও বলেন, ‘সপ্তাহ দুয়েক আগে বাবার গলায় প্রথম পর্যায়ের স্কোয়ামাস সেল কার্সিনোমা ধরা পড়েছে। চিকিৎসার প্রয়োজনে অস্ত্রোপচার করাতে হবে। তিনি যথেষ্ট শক্ত মনের মানুষ। তাঁকে দেখে মনে হচ্ছে, ক্যানসারের সঙ্গে যুদ্ধের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত। বাবার মতো একজন মানুষ আমাদের পরিবারের লিডার, আমরা ধন্য।’

রাকেশ রোশন প্রথম অভিনয় করেন ১৯৭০ সালে। ছবির নাম ‘ঘর ঘর কি কাহানি’। এরপর ৯৪টি ছবিতে অভিনয় করেছেন। তাঁর অভিনীত সর্বশেষ ছবি ‘ওম শান্তি ওম’। তিনি ১৩টি ছবি পরিচালনা করেছেন। পরিচালক রাকেশ রোশনের প্রথম ছবি ‘খুদগর্জ’। সর্বশেষ পরিচালনা করেছেন ‘কৃষ থ্রি’।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত