‘বাংলাদেশ জিজ্ঞাসা’র ফাইনাল আজ

কে পাচ্ছেন কোটি টাকা?

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৭

সাহস ডেস্ক

৪৭ বছরে বাংলাদেশের অর্জন, সাফল্য, ব্যর্থতা নিয়ে জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা ‘বাংলাদেশ জিজ্ঞাসা’র আজ ফাইনাল পর্ব। কে পাচ্ছেন কোটি টাকা? জানতে হলে রবিবার রাত ১০টায় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের পর্দায় চোখ রাখতে হবে।

রবিবার (১৬ ডিসেম্বর) ফাইনালে লড়বেন চার মেধাবী- বরিশালের প্রীতিশচন্দ্র, নরসিংদীর শামীম আহমেদ, ঝিনাইদহের বেনজীর আহমদ, পিরোজপুরের মহসীন উদ্দিন। দেশের ৮০ হাজার প্রতিযোগী থেকে বিভাগীয় পর্যায়ে লিখিত পরীক্ষার মাধ্যমে ৬৪ জনকে নির্বাচিত করার পর তাদের নিয়ে গত ১২ অক্টোবর থেকে শুরু হয় ‘বাংলাদেশ জিজ্ঞাসা’র টেলিভিশন সম্প্রচার পর্ব। ৬৪ জন থেকে ৮ জনকে নিয়ে ৭ ও ৮ ডিসেম্বর সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। এখান থেকে ফাইনালের জন্য নির্বাচিত হন চারজন।

‘বাংলাদেশ জিজ্ঞাসা’র চ্যাম্পিয়ন পাবেন এক কোটি টাকা পুরস্কার। প্রথম রানারআপ ২৫ লাখ টাকা, দ্বিতীয় রানারআপ ১৫ লাখ টাকা এবং তৃতীয় রানারআপ পাবেন ৫ লাখ টাকা। অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করছে আইএফআইসি ব্যাংক। প্রযোজনা করছেন নায়লা পারভীন পিয়া।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত