বাঁচবে নাকি বৃথা যাবে শাহরুখের ‘জিরো’

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৮, ১৩:৫৮

সাহস ডেস্ক

শাহরুখ খানের নতুন ছবি ‘জিরো’। মুক্তি পাওায়ার আগেই ঘোরতর বিপদে। অভিযোগ উঠেছে ছবিটির বিরুদ্ধে। বাঁচবে ‘জিরো’ নাকি বৃথা যাবে বহুল প্রতীক্ষিত ছবির সব আয়োজন!

জানা যায়, ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত দেওয়ার কারনেই অভিযোগ উঠেছে ‘জিরো’র বিরুদ্ধে। সেই অভিযোগ খণ্ডাতে আদালতে ব্যাখ্যা দিতে হয়েছে পরিচালককে।

শিখ ধর্মাবলম্বীদের ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে কিছুদিন আগে শাহরুখ খানের বিরুদ্ধে দিল্লিতে একটি মামলা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, ছবির একটি দৃশ্যে শাহরুখকে অন্তর্বাস পরা অবস্থায় কাঁধে শিখদের পঞ্চ ‘ক’-এর অন্যতম কৃপাণ (ছোট ছুরি) ধারণ করতে দেখা গেছে।

৫০০ রুপির মালা গলায় এবং কাঁধে কৃপাণের সেই দৃশ্য থেকে তৈরি হয়েছে ‘জিরো’ ছবির পোস্টার। বিষয়টি মেনে নিতে পারেনি শিখ সম্প্রদায়। 

হিরো শাহরুখ খান, ছবির প্রযোজক গৌরী খান ও পরিচালক আনন্দ এল রাই যদি অনতিবিলম্বে ‘জিরো’ ছবির এই পোস্টার প্রত্যাহার না করেন এবং ছবি থেকে আপত্তিকর এ দৃশ্য বাদ না দেন, তাহলে ছবির সঙ্গে যুক্ত সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিধানসভার আকালি দলের সদস্য মঞ্জিদার সিং সিরসা।

গত ৩০ নভেম্বর (শুক্রবার) শাহরুখের বিরুদ্ধে মামলার এক শুনানিতে বোম্বের উচ্চ আদালতে যান নির্মাতা আনন্দ এল রাই। আদালতকে তিনি বলেন, ‘পোস্টার ও ট্রেলারে দেখানো শাহরুখ খানের শরীরে ঝোলানো জিনিসটি কৃপাণ নয়, তলোয়ার।’ শাহরুখের পক্ষের আইনজীবীও পরিচালকের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।  

মামলায় দাবি করা হয়, ‘জিরো’ ছবির পোস্টার এবং ছবি থেকেও আপত্তিকর ওই দৃশ্য বাদ দিতে হবে। এমনকি ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ডকে ছবিটিকে ছাড়পত্র না দেওয়ার আহ্বান জানানো হয়।

মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে ১৮ ডিসেম্বর। আর ছবিটি মুক্তির কথা রয়েছে ২১ ডিসেম্বর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত