‘হাসিনা : আ ডটারস টেল’

দেশব্যাপী মুক্তি পাচ্ছে আগামি ২৩ নভেম্বর

প্রকাশ : ২০ নভেম্বর ২০১৮, ১৫:১৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় নিয়ে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘হাসিনা : আ ডটারস টেল’ এবার দেশব্যাপী বড় পরিসরে মুক্তি দেয়া হচ্ছে। পিপলু খান পরিচালিত এ চলচ্চিত্রটি এবারের পরিবেশনার দায়িত্ব পালন করছে জাজ মাল্টিমিডিয়া।

আগামী ২৩ নভেম্বর দেশের প্রায় ৫০টি প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি পুনঃমুক্তি দেয়া হবে।

জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়, ছবিটির নির্মাণ প্রতিষ্ঠান যে ধরনের প্রেক্ষাগৃহে এটি মুক্তি দিতে চায়, তার ওপর নির্ভর করে হল নির্ধারণ করা হবে। আগামী বৃহস্পতিবার প্রেক্ষাগৃহ তালিকা চূড়ান্ত হবে।

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও অ্যাপেলবক্স ফিল্ম  সের যৌথ প্রযোজনায় এটি নির্মিত। সিআরআই’র পক্ষ থেকে চলচ্চিত্রটির বিপণন প্রধান গাওসুল আলম শাওন ২৩ নভেম্বর বড় পরিসরে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

গাওসুল আলম শাওন বলেন, এ চলচ্চিত্র নিয়ে দর্শকদের মধ্যে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তাই আমরা চাই, কমার্শিয়াল সিনেমার মানুষরাই এটার পরিবেশনার দায়িত্বে আসুক। চারটি জায়গায় যেন অন্তত ৪০টি প্রেক্ষাগৃহে এটি মুক্তি পায়, সেটা আমরা চাচ্ছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত