চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রঙ্গলাল

প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৮, ১৫:১৯

সাহস ডেস্ক

চিরদিনের জন্য চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী এবং সুরকার রঙ্গলাল দেব চৌধুরী।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫.০৫ মিনিটে কানাডার টরন্টো সেইন্ট মাইকেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

রঙ্গলাল দেব চৌধুরী ১৯৩৬ সালের ৭ জুলাই মৌলভীজারের শ্রীমঙ্গলে জন্মগ্রহণ করেন। রঙ্গলাল দেব দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত কারণে খুবই অসুস্থ ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দু’ কন্যা ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এছাড়াও রেখে গেছেন অনেক উল্লেখযোগ্য গান। যা একাত্তরের অমূল্য সম্পদ। সেই সব নিয়ে ২০১৭ সালে প্রকাশ পেয়েছে তার ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পেছনের কথা’ শীর্ষক স্মৃতিগ্রন্থ।

কানাডার বেঙ্গলি লিটারারি রিসোর্স সেন্টার (বিএলআরসি) বইটি প্রকাশ করেছে।

তার মৃত্যুতে টরন্টো, মন্ট্রিলে প্রবাসী বাঙালিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুর্গাপূজায় বিভিন্ন মন্দিরে সমবেত মানুষগুলো শোকাভিভূত হয়ে পড়েন। রঙ্গলাল দেব চৌধুরীর স্ত্রী জানান, টরন্টোতেই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত