চলে গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু

প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৮, ১০:৪৭

সাহস ডেস্ক

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

তিনি আজ বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে স্কয়ার হাসপাতালে মারা গেছেন। হাসপাতালের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, দেশের তরুণদের রক গানের স্বাদ চিনিয়েছেন যারা, তাদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। ব্যান্ড সংগীতের কিংবদন্তি এই শিল্পী দীর্ঘ চার দশক ধরে সুরের আলো ছড়িয়ে গেছেন। এছাড়া গিটারের ছয় তারেও জয় করেছেন উপমহাদেশ। আইয়ুব বাচ্চু একাধারে গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করেন।

বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু জন্মেছিলেন ১৯৬২ সালের ১৬ আগস্ট। চট্টগ্রামে। সংগীতশিল্পী পরিচয়ের বাইরে তিনি একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার। সংগীত জগতে যার যাত্রা শুরু হয় ‘ফিলিংস’-ব্যান্ডের মাধ্যমে ১৯৭৮ সালে। অত্যন্ত গুণী এই শিল্পী তার শ্রোতা-ভক্তদের কাছে এবি (AB) নামেও পরিচিত। তার ডাক নাম রবিন।

তার মৃত্যুতে দেশের সংগীত অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত