প্রাঙ্গণেমোর বিশেষ নাট্যকর্মশালা শুরু

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৩

সাহস ডেস্ক

বাংলাদেশের অন্যতম প্রধান নাট্যদল প্রাঙ্গণেমোর আয়োজিত ৩ দিনব্যাপী বিশেষ নাট্য কর্মশালা ২০১৮ শুরু হয়েছে। 

৬ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৭ম তলার মহড়া কক্ষে বিকাল ৫টায় নাট্য কর্মশালায় অংশগ্রহণকারীদের সাথে পরিচয় পর্বের মধ্য দিয়ে এ কর্মশালা শুরু হয়।

শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত কর্মশালা চলবে এবং ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই বিশেষ কর্মশালাটি শেষ হবে। কর্মশালায় অংশগ্রহণ করছেন দলের প্রায় ৪০ জন নাট্যকর্মী যারা দীর্ঘ দিন ধরে থিয়েটারের সাথে সম্পৃক্ত। এছাড়া নতুন কিছু নাট্যকর্মীও আছেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছেন ভারতের নাট্যকার, নির্দেশক, সংগঠক ও অভিনেতা অঞ্জন কাঞ্জিলাল। 

অঞ্জন কাঞ্জিলাল ভারতের দিল্লিতে প্রতিষ্ঠা করেন গ্রিনরুম থিয়েটার। দিল্লিতে মাত্র ১২ শতাংশ বাঙালি। বাঙালির প্রতিনিধি হিসেবে দিল্লিতে বাংলা থিয়েটার ও বাংলা সংস্কৃতি প্রতিষ্ঠার সংগ্রাম যারা করে চলেছেন তাদের মধ্যে অঞ্জন কাঞ্জিলাল অন্যতম। দিল্লিতে দীর্ঘ ২২ বছর ধরে তিনি নিরলসভাবে বাংলা থিয়েটার চর্চা করে যাচ্ছেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত