পাকিস্তানে অভিনেত্রীকে গুলি করে হত্যা

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৩

অনলাইন ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের জনপ্রিয় মঞ্চ অভিনেত্রী সামবুল খানকে গুলি করে হত্যা করেছে কয়েকজন দুর্বৃত্ত। ব্যক্তিগত আমন্ত্রণে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তাবে রাজি না হওয়ার তাকে এভাবে খুন করা হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

৪ ফেব্রুয়ারি (রবিবার) রাতে এ ঘটনা ঘটে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের শেখ মালতুন শহরে থাকতেন সামবুল। 

পুলিশ জানিয়েছে, রবিবার তিন ব্যক্তি তার বাড়ি এসে তাদের সঙ্গে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা বলে। সামবুল রাজি না হওয়ায় তাকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায় তারা। 

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যায়। পরে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। 

এদিকে, নিহতের দাদার দায়ের করা মামলার পর অভিযুক্ত তিনজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

দেশটির গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় করা এফআইআরে সাবেক পুলিশ কনস্টেবল নাইম খাট্টাক, জেহাঙ্গির খান ও নাসিব খানকে অভিযুক্ত করা হয়েছে। নাইমকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ।
সাহস২৪.কম/জুয়েনা