আগামী বছরেও সংক্ষিপ্ত সিলেবাসে হবে এইচএসসি : শিক্ষামন্ত্রী

প্রকাশ | ০৭ জুলাই ২০২৩, ১৬:২৫ | আপডেট: ০৭ জুলাই ২০২৩, ১৬:৪৩

সাহস ডেস্ক
ফাইল ছবি

২০২৪ সালের এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়া হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (৭ জুলাই) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগস্টে এইচএসসি পরীক্ষা হওয়া কথা রয়েছে। তবে আগামী বছরের পরীক্ষার্থীরা এবছর পূর্ণাঙ্গ সিলেবাসে ক্লাস পাচ্ছে না। তাই যারা পুরোপুরি ক্লাস পাচ্ছে না তাদের জন্য পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ না হলেও কিছুটা সংক্ষিপ্তভাবে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষার ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সই করা এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে এনসিটিবি প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী। প্রতিটি বিষয় ও পত্রে তিন ঘণ্টা সময়ে পূর্ণ নম্বরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।