গুচ্ছ থেকে বের হতে কঠোর অবস্থানে জবি শিক্ষকরা

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ১৩:০২

সাহস ডেস্ক

২০২২-২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করতে গুচ্ছপদ্ধতি থেকে বের হতে ৪ দিনের আল্টিমেটাম দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আগামী ২ এপ্রিলের মধ্যে নিজস্ব পরীক্ষা পদ্ধতির ভর্তি বিজ্ঞপ্তি চায় শিক্ষকরা। দাবি না মানলে আল্টিমেটামের পরদিন কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। বুধবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে শিক্ষক সমিতির একটি সাধারণ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সভা শেষে উপস্থিত শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট ৪ দিনের আল্টিমেটাম দিয়ে নিজস্ব পদ্ধতির ভর্তির পরীক্ষায় আসার জন্য বিভিন্ন দাবি তুলে ধরেন। এদিন বিশ্ববিদ্যালয়ের ৩৫০ এর অধিক শিক্ষক গুচ্ছ পদ্ধতির বিপক্ষে স্বাক্ষর করেছেন এবং কোনো শিক্ষকই সভায় গুচ্ছের পক্ষে মতামত দেননি।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. একেএম লুৎফর রহমান বলেন, আমাদের সাধারণ সভা শেষে আমরা আজ উপাচার্যের কাছে দাবি সমূহ তুলে ধরেছি। আগামী ২ এপ্রিলের মধ্যে নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষার সার্কুলার না দিলে ৩ এপ্রিল আমরা মানববন্ধন করবো এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, শিক্ষকরা তাদের মতামত নিয়ে এসেছিলো। তাদেরকে আমি লিখিতভাবে জানাতে বলেছি। পরবর্তীতে লিখিত দিয়েছে, সর্বসম্মতিক্রমে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ১৫ মার্চ বিশেষ একাডেমিক কাউন্সিলে গুচ্ছে না থাকার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরপর গত ১৯ মার্চ বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষার জন্য দ্রুত কার্যক্রম শুরু করার জন্য উপাচার্য বরাবর চিঠিও দিয়েছিল।

সাহস২৪.কম/এএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত