বই মেলায় আসছে কুবির তিন শিক্ষকের চার বই

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ১৮:২৯

সাহস ডেস্ক

আসন্ন অমর একুশে বইমেলা ২০২৩ এ প্রকাশিত হতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের তিন শিক্ষকের নতুন চারটি বই। এর মধ্যে দুটি গবেষণামূলক গ্রন্থ ও দুটি সম্পাদিত গ্রন্থ রয়েছে। জানা যায়, তাম্রলিপি প্রকাশনী থেকে অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলার গবেষণামূলক গ্রন্থ ‘জীবনানন্দ দাসের উপন্যাস পাঠ ও বিবেচনা’, নৈঋতা ক্যাফে প্রকাশনী থেকে অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকীর গবেষণামূলক গ্রন্থ ‘বাংলাদেশের কথাসাহিত্য নিয়ে’ ও কলি প্রকাশনী থেকে সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু সম্পাদিত ম্যাক্সিম গোর্কির ‘মা’, ও  ‘চে গুয়েভারার ডায়েরি’ আসবে। বই মেলার প্রথম দিন থেকে বইগুলো মেলায় পাওয়া যাবে।

‘জীবনানন্দ দাসের উপন্যাস পাঠ ও বিবেচনা’ অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলার বত্রিশ তম বই। এছাড়া বাজারে আসছে তার ‘বাংলাদেশের সৃজনশীল সাহিত্যে মুক্তিযুদ্ধের চেতনা’ বইটির দ্বিতীয় সংস্করণ। অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা বলেন, ‘জীবনানন্দ দাসকে কবি হিসেবে সবাই চেনে কিন্তু ঔপন্যাসিক হিসেবে জীবনানন্দকে আমাদের পাঠক সমাজ এখনও চেনে না। কারণ জীবনানন্দ দাস জীবিত অবস্থায় তার কোন উপন্যাস প্রকাশিত হয়নি। আমি এই বইয়ে মূলত ঔপন্যাসিক জীবনানন্দকে তুলে ধরতে চেয়েছি।’

এছাড়া  ‘বাংলাদেশের কথা সাহিত্য নিয়ে’ বইটি অধ্যাপক ড.মুহাম্মদ শামসুজ্জামান মিলকীর অষ্টম বই। এর আগে তার আরো সাতটি বই প্রকাশিত হয়েছে। অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী বলেন, ‘এটি আমার গবেষণা প্রবন্ধের সংকলণ। বিভিন্ন সময় বিভিন্ন জার্নালে প্রকাশিত আমার যে গবেষণা প্রবন্ধগুলো আছে সেগুললকে একটা বই আকারে প্রকাশ করেছি। এই প্রবন্ধগুলো বাংলাদেশের সাহিত্যের ৪৭ পরবর্তী  বিভিন্ন দিক নিয়ে লেখা। এজন্য আমি বইটির নামকরণ করেছি ‘বাংলাদেশের কথা সাহিত্য নিয়ে’। এখানে ছোটগল্প, উপন্যাস বিষয়ে লেখা আছে।’

এছাড়াও সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু সম্পাদিত দুটি বই তার চতুর্থ ও পঞ্চম গ্রন্থ। এ বিষয়ে সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু বলেন , ‘এবারের বইমেলায় আমার দুটি সম্পাদনা গ্রন্থ আসছে। এর আগে দুটি গবেষণা ও একটি কাব্যগ্রন্থ প্রকাশ পেলেও সম্পাদনা এবারই প্রথম। এর মধ্যে রয়েছে ‘চে গুয়েভারার ডায়েরি’ ও ম্যাক্সিম গোর্কির ‘মা’। দু’টি গ্রন্থই কলি প্রকাশনি থেকে বের হচ্ছে। জনপ্রিয় এই গ্রন্থ দুটি সম্পাদনা করতে পেরে আমি আনন্দিত।’

সাহস২৪.কম/এএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত