স্টামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য হলেন ড. মনিরুজ্জামান

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০২৩, ১৩:৪৩

আসাদুজ্জামান আপন, জবি

স্টামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ড. মো: ফরহাদ হোসেনের সই করা প্রজ্ঞাপনে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্য আব্দুল হামিদ এর অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ৩১(১) অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামানকে স্টামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য পদে নিয়োগ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপাচার্য হিসেবে তার এ নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর পর্যন্ত স্থায়ী হবে। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

সাহস২৪.কম/এএম.