চবি শিক্ষার্থী ইভটিজিংয়ের ঘটনায় ৩ বহিরাগত আটক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২২, ১৬:১৯

সাহস ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে এক শিক্ষার্থী বহিরাগতদের দ্বারা ইভটিজিংয়ের শিকারের ঘটনায় তিনজনকে আটক করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় শিক্ষক ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। লিখিত অভিযোগ দায়েরের পর মঙ্গলবার (১৯ এপ্রিল) আটককৃত বহিরাগত তিন যুবককে থানায় হস্তান্তর করা হবে বলে জানায় চবি কর্তৃপক্ষ।

ঘটনার প্রত্যক্ষদর্শী বন ও পরিবেশবিদ্যা ইন্সটিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র আমানুল্লাহ বলেন, “গতকাল সন্ধ্যায় ছেলেগুলো সিএনজি নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। দক্ষিণ ক্যাম্পাসের ওইদিক থেকে এক আপু হেঁটে জিরো পয়েন্টে আসছিল। এসময় শিক্ষক ক্লাবের সামনে সিএনজি থামিয়ে তাকে উত্যক্ত করে তারা। সে সময় আমি এগিয়ে গেলে চারজন পালিয়ে যায়। আমি দুজনকে ধরে প্রশাসনের কাছে সোপর্দ করি। পরে পলাতকদের মধ্যে একজন নিজ থেকে আত্মসমর্পণ করে।”

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, ‘এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে তিনজনকে আমরা আটক করেছি। ছাত্রীটি লিখিত অভিযোগ দিচ্ছে। আমরা থানায় প্রেরণ করে দিব। বাকি তিনজনের নাম ঠিকানা আমরা পুলিশকে দিয়ে দিব। পুলিশ তাদেরকে আটক করে ব্যবস্থা নেবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত