রমজানে স্কুল-কলেজ খোলা থাকবে ২৬ এপ্রিল পর্যন্ত

প্রকাশ : ২৮ মার্চ ২০২২, ২০:৫৪

সাহস ডেস্ক

প্রাথমিকের পর এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়েও রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস নিয়মিত চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। আগামী ২৬ এপ্রিল পর্যন্ত সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান চলবে।

সোমবার (২৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এ কারণেই রমজান মাসে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখান সিদ্ধান্ত নেওয়া হয়।

মাউশির নির্দেশনায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট রমজানে ক্লাস-পরীক্ষা চালু রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রবিবার (২৭ মার্চ) হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। এর মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত জানাল সরকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত