৪৪তম বিসিএসের আবেদনের শেষ সময় ও পরীক্ষা কবে জানুন

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২২, ১৮:৪২

সাহস ডেস্ক

৪৪তম বিসিএসের আবেদনের সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ৩১ জানুয়ারির পরিবর্তে ফরম জমাদানের শেষ সময় আগামী ২ মার্চ নির্ধারণ করেছে পিএসসি। একই সঙ্গে প্রিলিমিনারির জন্য ২৭ মে দিন ধার্য করেছে পিএসসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএস হবে সাধারণ (জেনারেল)। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাক ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন।

আগ্রহী যোগ্য প্রার্থীরা এ ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd/) গিয়ে পিএসসির নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে পারছেন। অনলাইনে আবেদন শুরু হয়েছে ৩০ ডিসেম্বর থেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত