শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখালেই শিক্ষার্থীরা টিকা পাবে: শিক্ষামন্ত্রী

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২২, ১৬:৩৮

সাহস ডেস্ক

সরকারি, বেসরকারিসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র নিয়ে গেলেই তারা টিকাকেন্দ্রে টিকা পাবে। এখানে কাউকে বাদ দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রবিবার (১৬ জানুয়ারি) সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) আয়োজিত দুই মাস মেয়াদি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের প্রথম বিশেষ বনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

১২ বছরের নিচের শিক্ষার্থীদের এখনই ভ্যাকসিন নয় জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ১২ বছর বয়সের নিচের শিক্ষার্থীদের টিকা প্রদানের ক্ষেত্রে ডাব্লিউএইচওর নির্দেশনার অপেক্ষা করছি আমরা। তারা যেভাবে নির্দেশনা দেবে আমরা সেভাবে ব্যবস্থা গ্রহণ করব। তবে এসব শিক্ষার্থীর ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং পরামর্শক কমিটি তাদের সঙ্গে যৌথ সভা করেছে।

তিনি বলেন, তারা জানিয়েছে, তারা নিয়মিত মনিটরিং করছে। স্বাস্থ্যবিধি খুব কঠোরভাবে মানার চেষ্টা করছে। তার মধ্য দিয়ে এখনো কোথাও সংক্রমণের আশঙ্কা সেভাবে দেখছে না। সে কারণে সেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা আছে।

তিনি বলেন, এখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছি না। টিকা কর্মসূচি জোরদার করা হচ্ছে।

দীপু মনি আরো বলেন, আমাদের ঔপনিবেশক মনোভাব রয়েছে। সরকারি দপ্তরগুলোতে গেলেই দেখা যায় বড় চেয়ার সেই চেয়ারে আবার তোয়ালে। এর বাইরে বেরিয়ে আসতে হবে। নিজের কাজের ক্ষেত্রে জাজমেন্টাল হওয়া যাবে না। আবেগতাড়িত হওয়া যাবে না। তবে আবেগের জন্যও জায়গা রাখতে হবে। এ কথাগুলো শুধু আপনাদের জন্য না। আমার নিজের জন্যও। আমি এ কথাগুলো বলে নিজেকেও পুনর্বাসন করার চেষ্টা করছি। মনকে প্রসারিত করতে হবে। মনকে প্রসারিত করলেই অনেক সমস্যা সমাধান হয়ে যায়।

অনুষ্ঠানে বিপিএটিসির রেক্টর রমেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে, কোর্স উপদেষ্টা মহসীন আলী, প্রশিক্ষণার্থী নবীন কর্মকর্তাগণসহ বিপিএটিসির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বনিয়াদি প্রশিক্ষণ কোর্স নবনিযুক্ত কর্মকর্তাদের জন্য আবশ্যিক, গুরুত্বপূর্ণ ও মৌলিক একটি প্রশিক্ষণ। এবার বিভিন্ন জেলায় কর্মরত শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২৯ জন নবীন কর্মকর্তা এ কোর্সে অংশগ্রহণ করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত