সংক্রমণ বাড়লে ফের বন্ধ হবে শিক্ষাপ্রতিষ্ঠান : শিক্ষামন্ত্রী

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৬

সাহস ডেস্ক

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান ফের বন্ধ করা হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ড. দিপু মনি। আজ শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে জামালপুর সার্কিট হাউজে তিনি এসব কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, `রবিবার থেকে খোলা হচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করলে করোনার সংক্রমণ বাড়ার সম্ভাবনা কম। তারপরও সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিলে শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় বন্ধ করে দেওয়া হবে`।

এসময় কোনো শিক্ষার্থী বা পরিবারের কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে বা উপসর্গ থাকলে তাদের বিদ্যালয়ে না পাঠানোর অনুরোধ করেন শিক্ষামন্ত্রী দিপু মনি।

সাহস২৪.কম/জেএস/জিজি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত