জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পেলেন তিনজন

প্রকাশ | ০৭ মে ২০২১, ০৩:০৪ | আপডেট: ০৭ মে ২০২১, ১৫:১১

অনলাইন ডেস্ক

দেশের তিনজন বিশিষ্ট ব্যক্তি জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন। আগামী পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে তারা নিয়োগ পেলেন।

নিয়োগপ্রাপ্তরা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও এমিরেটাস অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বারডেম) সভাপতি ডা. এ কে আজাদ খান এবং বাংলাদেশ গ্যাষ্ট্রোএনটারলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

বাংলাদেশ জাতীয় অধ্যাপক (নিয়োগ, শর্তাবলী ও সুবিধাদি) সিদ্ধান্তমালা ১৯৮১ অনুযায়ী, উক্ত তিনজন পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপকের দায়িত্ব পালন করবেন এবং সে অনুযায়ী অন্যান্য সুবিধা ও সম্মানী গ্রহণ করবেন।