পর্দা নামছে এবারের পাঠক-লেখকদের মিলনমেলার

প্রকাশ : ১২ এপ্রিল ২০২১, ১৯:২০

সাহস ডেস্ক

নানা চড়াই-উতরাই পেরিয়ে আয়োজন হয়েছিলো এবারের বই মেলার। করোনা মহামারিকে তুচ্ছ করে দিয়েই যেন এ আয়োজন। মেলায় ছিলোনা প্রতিবারের মতো সেই উপচে পড়া ভিড়। তবুও মিলন হয়েছিল পাঠক-লেখকদের। সেই প্রাণের মেলার ইতি ঘটছে আজ।

১৪ এপ্রিল থেকে ১ সপ্তাহের জন্য কঠোর লকডাউন থাকবে সারাদেশে। এই লক্ষ্যেই লকডাউন শুরু হওয়ার ২ দিন আগেই মেলা বন্ধের সিদ্ধান্ত নেয় সাংস্কৃতিক মন্ত্রণালয়। যার ফলে আজ বিকেলেই সব কিছু সরিয়ে নিতে হচ্ছে প্রকাশকদের।

তবে আগামীকাল ১৩ এপ্রিল প্রকাশকরা তাদের বই স্থানান্তর ও স্টল অপসারণ করে নিতে পারবেন বলে বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে।

গত ১৮ মার্চ শুরু হয় মেলা। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত পুরনো নিয়নেই চলতো মেলা। পরবর্তীতে সরকারের ১৮ দফা বিধি নিষেধের জেরে মেলা চলার সময়সীমা বিকেল ৩ থেকে সন্ধ্যা সাড়ে ৬টা করা হয়। 

সবশেষ মেলার চলার সময়সীমা দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলার সময় নির্ধারণ করে সংস্কৃতি মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত