এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশ | ০৪ এপ্রিল ২০২১, ২১:১৭

অনলাইন ডেস্ক

২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারী ও বেসরকারী মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর মোট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৪৮, ৯৭৫ জন যা মোট পরীক্ষার্থীর ৩৯.৮৬ শতাংশ।

রবিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. একেএম আহসান হাবিব স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ফল প্রকাশ করা হয়। 

ভর্তি পরীক্ষায় ১ লাখ ১৬ হাজার ৭২৯ জন অংশ নেন। এদের মধ্যে সরকারী মেডিকেল কলেজের জন্য নির্বাচিত হয়েছেন ৪ হাজার ৩৫০ জন।